ইংল্যান্ডের খ্যাতনামা নৃবিজ্ঞানী স্যার এডওয়ার্ড ইভান্স-প্রিচার্ড ১৯০২ সালে সেপ্টম্বর মাসের ২১ তারিখ জন্মগ্রহণ করেন এবং একই মাসের ১১ তারিখ ১৯৭৩ সালে ৭০ বছর বয়সে ইংল্যান্ডেই মৃত্যুবরণ করেন।
আফ্রিকান সংস্কৃতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ, স্থানীয় সেগমেন্ট ব্যবস্থা নিয়ে অনুসন্ধান ও জাদুবিদ্যা এবং যাদুর ব্যাখ্যা প্রদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত লাভ করেছিলেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আধুনিক ইতিহাস অধ্যয়ন করার পরে, ইভান্স-প্রিচার্ড লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্সে নৃবিজ্ঞানে ডক্টরেট লাভ করেন। তাঁর প্রথম গবেষণাটি ছিল দক্ষিণ সুদান ও কঙ্গোর আজান্দে ১৯২৬ থেকে ১৯৩২ সাল পর্যন্ত। পরবর্তীতে ১৯৩৫-১৯৩৬ এবং ১৯৩৮ সালে দক্ষিণ সুদানের নুয়ের ও অন্যান্য নিলোটিক জনগণের সাথে আরও মাঠকর্ম করেছিলেন।। এই লোকদের সম্পর্কে তিনি দুটি বই রচনা করেন, ‘Witchcraft, Oracles, and Magic Among the Azande’ (1937) এবং ‘The Nuer’ (1940) যার দ্বারা তিনি খ্যাতি অর্জন করেছিলেন।
যদিও ইভান্স-প্রিচার্ড তাঁর পুরো জীবন জুড়ে একজন বিশিষ্ট লেখক ছিলেন, বিশেষত আত্মীয়তা, ধর্ম এবং নৃবিজ্ঞানের ইতিহাস নিয়ে, কিন্তু তার পরবর্তী রচনাগুলি তাঁর পূর্ববর্তী কাজগুলিকে নিষ্প্রভিত করেছিল। তাঁর পরবর্তী লেখাগুলি প্রায়শই নৃতত্ত্ব এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্কের বিষয়ে, তাত্ত্বিক প্রবন্ধ এবং বক্তৃতার ন্যায় ছিল। যদিও এগুলি তার পান্ডিত্বের গভীরতা প্রকাশ করেছিল, কিন্তু সেই সময় প্রায়শই তা বিতর্কিত হয়েছিল। তবে তাঁর জীবনের শেষভাগে একজন শিক্ষক হিসাবে তাঁর প্রভাব ছিল যথেষ্ট, কারণ তাঁর পরিচালনায় অক্সফোর্ডের ‘সামাজিক নৃতাত্ত্বিক স্কুল’ বিশ্বের বহু অঞ্চল থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করেছিল; এবং তিনি ‘Colonial Social Science Research Council’ এর সদস্য হিসাবে আফ্রিকা এবং অন্য যেকোন জায়গার ফিল্ড ওয়ার্ক এর জন্য বিশেষ স্পনসর করেছিলেন।
ইভান্স-প্রিচার্ড অসংখ্য একাডেমিক সম্মাননা পেয়েছিলেন। তিনি অক্সফোর্ডের সামাজিক নৃবিজ্ঞানের একজন অধ্যাপক এবং ১৯৪৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ‘All Souls College’ এর সহযোগী ছিলেন। ১৯৭১ সালে নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন।
বিখ্যাত কিছু রচনা
- Witchcraft, Oracles, and Magic Among the Azande (1937)
- The Nuer (1940)
- The Sanusi of Cyrenaica (1949)
- Kinship and Marriage among the Nuer (1951)
- Social Anthropology (1951)
- Nuer Religion (1956)
- Theories of Primitive Religion (1965)
- Man and Woman Among the Azande (1971)
উল্লেখযোগ্য শিক্ষার্থী
- M. N. Srinivas
- Talal Asad
- Mary Douglas
- Audrey Colson
- John Francis Marchment Middleton
- Steven Lukes