ঈদ উল ফিতর ২০২১ উপলক্ষে গত ১০, ১১ ও ১২ মে, ২০২১ ইং তারিখে “এ্যানথ্রোবিডি” এর উদ্যোগে দিনাজপুর, চাঁদপুর, মৌলভীবাজার, কুমিল্লা ও ঢাকার কয়েকটি এলাকায় দরিদ্র-অসহায় ও কিছু শিক্ষার্থীসহ মোট ১১০ টি পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা সম্ভব হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল ১ কেজি, লাচ্চা সেমাই ২ প্যাকেট, চিনি ১ কেজি, দুধ ১ প্যাকেট, সয়াবিন তেল ১ কেজি এবং সচেতনতা বৃদ্ধির জন্য ৩ টি করে মাস্ক (প্রয়োজনানুসারে কম-বেশি)। কিছু পরিবারকে সামার্থ্যের মধ্যে অর্থ সহায়তাও প্রদান করা হয়েছে। এ্যানথ্রোবিডি এর স্থানীয় প্রতিনিধির মাধ্যমে এই বিতরণ কার্য পরিচালনা করা হয়। যারা এই সহযোগিতায় অর্থ দিয়ে বা পরামর্শ দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি “এ্যানথ্রোবিডি” পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা।