Print Friendly, PDF & Email

ডেভিড গ্রেবার ১২ ই ফেব্রুয়ারি ১৯৬১ সালে আমেরিকার নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি একইসাথে একজন আমেরিকান নৃবিজ্ঞানী, নৈরাজ্যবাদী কর্মী এবং লেখক ছিলেন। তাঁর বাবা ও মা দুজনই সক্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন। তাঁর বাবা স্পেন গৃহযুদ্ধের সময় International Brigades হিসেবে যুদ্ধ করেন এবং তাঁর মা ছিলেন international Ladies’ Garment Workers’ এর একজন সদস্য। গ্রেবার গতবছর ২ সেপ্টেম্বর ২০২০ সালে ৫৯ বছর বয়সে ইতালির ভেনিসে হাসপাতলে মৃত্যুবরণ করেন। 

ক্যারিয়ার ‍ও দর্শন

ব্যাক্তিগতভাবে তিনি পুঁজিবাদ এবং আমলাতান্ত্রের তীক্ষ্ণ সমালোচনা ও একইসাথে তার নৈরাজ্যবাদী দর্শনের কারণে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিলেন। তার প্রকাশিত Debt: The First 5000 Years (2011), The Utopia of Rules (2015) and Bullshit Jobs: A Theory (2018)- এর মাধ্যমে তার দর্শন অনেক বেশি পরিচিতি লাভ করে। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স (এলএসই) এর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইয়েল ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে theories of value এবং social theory উপর বিশেষজ্ঞ ছিলেন। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত তিনি গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অব লন্ডন এর সামাজিক নৃবিজ্ঞানের রিডার হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি ২০০১ সালে  Quebec City এর 3rd Summit of the Americas  এবং ২০০২ সালে New York City এর World Economic Forum এর বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন।  এছাড়াও ডেভিড গ্রেবার Occupy Wall Street movement এ নেতৃত্বস্থানীয় পর্যায়ে ভূমিকা পালন করেন। 

ডেভিড  গ্রেবার ১৯৯৬ সালে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার দুই বছর পর ১৯৯৮ সালে ইয়েল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হন; পরবর্তীতে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৫ সালে ইয়েলে নৃবিজ্ঞান বিভাগ গ্রেবারকে তাঁর রাজনৈতিক দর্শনের কারণে ডিপার্টমেন্টে চলমান না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, যা ২০০৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিল। গ্রেবারের বিপক্ষে নেওয়া এই সিদ্ধান্তকে নৃবিজ্ঞানীরা, তার সাবেক শিক্ষার্থীরা এবং সক্রিয় কর্মীরা রাজনৈতিক  উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দাবি করেন। তাঁর পক্ষে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি আবেদনপত্র স্বাক্ষরিত হয়। সেই স্বাক্ষরের উল্লেখযোগ্য নৃবিজ্ঞানীদের মধ্যে  Marshall Sahlins, Laura Nader, Michael Taussig, এবং Maurice Bloch ছিলেন; যারা এই সিদ্ধান্তের বিপক্ষে  স্বাক্ষর প্রদান করেন; যার পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় এক বছরের জন্য বিভাগে থাকার প্রস্তাব করা হয় এবং তিনি তা গ্রহণ করেন। এরপন তিনি Goldsmiths, London School of Economics এ প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। Bloch যিনি London School of Economics and the Collège de Franceএর  প্রফেসর ছিলেন তিনি গ্রাবারের সম্পর্কে উক্তি করেন, “His writings on anthropological theory are outstanding. I consider him the best anthropological theorists of his generation from anywhere in the world”.

পরবর্তীতে ডেভিড গ্রেবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে  এনথ্রপলজি ডিপার্টমেন্টে প্রতিবছর ম্যালিনোস্কি লেকচার প্রদান করেন। ইতিহাসবীদ Rutger Bregman তার সম্পর্কে বলেন- “one of the greatest thinkers of our time and a phenomenal writer”. গার্ডিয়ান পত্রিকার একজন  কলামিস্ট তাঁর সম্পর্কে লিখেছেন, “an intellectual giant, full of humanity, someone whose work inspired and encouraged and educated so many”

Debt, the First 5,000 Years by David Graeber

২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর পরই এই বইটি প্রকাশিত হয়। এটি বড় বড় অর্থনৈতিক সংকট (গ্রেট ফিনান্সিয়াল ক্রাইসিস) তৈরি করে এমন অন্তর্নিহিত কাঠামোগত বিন্যাসের উপর সামাজিক বিজ্ঞানীদের দ্বারা লিখিত সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা প্রদানকারী বইগুলোর একটি। বইটির লেখক ডেভিড গ্রেবার গত বছর হঠাৎ মৃত্যুবরণ করেন। তবে তিনি না থাকলেও তাঁর বইটি আজও আরও বেশি প্রাসঙ্গিক। কারণ পণ্যবিনিময় ব্যবস্থা, ঋণ (ডেব্ট) ও ক্রেডিট সম্পর্কে অর্থনীতিবিদদের গৃহীত ধ্যানধারণাগুলোর অধিকাংশই গ্রেবারের লেখালেখির দ্বারা চ্যালেঞ্জের মুখে পড়ে। এই বইটি যে কোনও অর্থনীতিবিদ এবং রাজস্বাধ্যক্ষ/ফিনান্সিয়ার (Financier), বন্ধকী ব্যবস্থা  (mortgage) ও ক্রেডিট কার্ডের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রসঙ্গ সম্পর্কে জানতে আগ্রহী- এমন যে কোন ব্যক্তির জন্য আবশ্য পাঠ্য।

David Graeber in 2015.
২০১৫ সালে দি গার্ডিয়ানের জন্য  ফ্র্যান্টেস্কো ক্যাঙ্গারিসের তোলা ছবিতে ডেভিড গ্রেবার।

তাঁর প্রকাশিত কিছু বই

  • — (2001). Toward an Anthropological Theory of Value: The False Coin of Our Own Dreams
  • — (2004). Fragments of an Anarchist Anthropology
  • — (2007). Lost People: Magic and the Legacy of Slavery in Madagascar 
  • — (2007). Possibilities: Essays on Hierarchy, Rebellion, and Desire
  • — (2009). Direct Action: An Ethnography
  • — (2011). Debt: The First 5000 Years
  • — (2011). Revolutions in Reverse: Essays on Politics, Violence, Art, and Imagination 
  • — (2013). The Democracy Project: A History, a Crisis, a Movement
  • — (2015). The Utopia of Rules: On Technology, Stupidity, and the Secret Joys of Bureaucracy
  • — (2018). Bullshit Jobs: A Theory

রেফারেন্স

https://en.wikipedia.org/wiki/David_Graeber

https://edition.cnn.com/2020/09/03/us/david-graeber-anthropologist-dies-trnd/index.html

https://www.theguardian.com/books/2020/sep/03/david-graeber-anthropologist-and-author-of-bullshit-jobs-dies-aged-59

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here