Print Friendly, PDF & Email

মার্শাল সাহলিন্স ১৯৩০ সালের ২৭ ডিসেম্বর আমেরিকার ইলিনয় রাজ্যের শিকাগোতে জন্মগ্রহণ করেন। গত ৫ এপ্রিল ২০২১, তিনি মারা যান। তিনি একাধারে একজন মার্কিন নৃবিজ্ঞানী, শিক্ষাবিদ অ্যাক্টিভিস্ট এবং লেখক হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ এবং সংস্কৃতি সম্পর্কে তাঁর এথনোগ্রাফিক গবেষণা ব্যাপকভাবে সমাদৃত। বিশেষ করে হাওয়াই এবং ফিজি (Hawaii and Fiji) এর উপর তার গবেষণা নৃবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি রাশিয়ান ইহুদি বংশোদ্ভূত হলেও ধর্মনিরপেক্ষ অনুশীলনকারী পরিবারে বেড়ে ওঠেন। শাহলিন্স মিশিগান ইউনিভার্সিটি থেকে বি.এ এবং এম.এ ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি বিবর্তনবাদী নৃতাত্ত্বিক লেসলি হোয়াইট সম্পর্কে পড়াশোনা করেন যা তাকে পরবর্তীতে প্রভাবিত করে। তিনি ১৯৫৪ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। সেখানে Eric Wolf, Morton fried, Sidney Mintz এবং অর্থনৈতিক ইতিহাসবিদ কার্ল পোলানি দ্বারা প্রভাবিত হন। ডক্টরেট ডিগ্রী অর্জন করার পরে তিনি মিশিগান ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে পূনরায় ফিরে আসেন।

১৯৬০ সালে তিনি রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে ওঠেন এবং ভিয়েতনাম যুদ্ধের সময়কালে প্রতিবাদের জন্য তিনি “teach-in” কনসেপ্ট নির্মাণ করেন। যা নাগরিক অধিকার আন্দোলনের সময় প্রথমবারের মতো অহিংস প্রতিবাদের একটি ধারা হিসেবে অনুপ্রেরণা অর্জন করেছিল। পরবর্তীতে এই কাজ তাকে অ্যাক্টিভিস্ট হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি প্রদান করে।

১৯৬০ এর দশকের শেষের দিকে, তিনি দু’বছর প্যারিসে কাটিয়েছিলেন, যেখানে তিনি ফরাসি জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করেছেন, বিশেষত লেভি-স্ট্রসের কাজ এবং ১৯৬৮ সালে ছাত্রদের বিক্ষোভের মুখোমুখি হয়েছিলেন। তিনি ১৯৭৩ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং জীবনের অন্তিম অবধি সেখানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর গবেষণা এবং ক্রিয়াকলাপের পাশাপাশি, তিনি অসংখ্য শিক্ষার্থীকে নৃবিজ্ঞান জ্ঞানকান্ডের প্রশিক্ষণ দিয়েছেন যারা পরবর্তীতে এই ক্ষেত্রে বিশিষ্ট হয়ে উঠেছে। তার শিক্ষার্থীদের মধ্যে গেইল রুবিন বলেছিলেন, “শাহলিন্স একজন মন্ত্রমুগ্ধ বক্তা এবং তীক্ষ্ণ চিন্তাবিদ।”

বার্নার্ড ও স্পেনসার (১৯৯৬) মার্শাল সাহলিন্সকে তার প্রজন্মের প্রধান মার্কিন নৃবিজ্ঞানীদের মধ্যে অন্যতম প্রভাবশালী একজন নৃবিজ্ঞানী হিসেবে উল্লেখ করেন । তার প্রাথমিক কাজ গুলোর মধ্যে একটি Social Stratification in Polynesia (1958)। কাজটি লেসলি হোয়াইট এর বস্তুবাদী বিবর্তনবাদ দ্বারা প্রভাবিত ছিল। পরবর্তী সময়ে তথা ষাটের দশকে তিনি নৃবিজ্ঞানের ব্রিটিশ এবং ফরাসি ঐতিহ্যের দিকে ঝুঁকে পড়েন বলে বার্নার্ড ও স্পেনসার (১৯৯৬) দেখান।

তার একটি ধ্রুপদী বইয়ের নাম Stone Age Economics (1972)। এই বইটি অর্থনৈতিক নৃবিজ্ঞানে কার্ল পোলানি (Karl Polanyi) বাস্তববাদী ধারা (substantivist approach) এর প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে। এ বইটিতে তিনি মার্কসবাদী ধারণা পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করেন।

শাহলিন্স এর আর একটি বইয়ের নাম Culture and Practical Reason (1976)। এই বইটি তার পূর্ববর্তী চিন্তা ধারাকে বহন করে করে রচিত। মূলত এই বইতে তিনি লেভি-স্ট্রস এর কাঠামোবাদ এবং বোয়াসিয়ান সংস্কৃতিবাদকে সংশ্লেষিত করে মার্কসবাদী নৃবিজ্ঞানের একটি শক্তিশালী ক্রিটিক দাঁড় করান। Islands of History (1985) বইটি অবশ্য ইতিহাস এবং নৃবিজ্ঞানের সম্পর্ক নিয়ে লিখিত অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত বই। স্পেসিফিক ভাবে তিনি অর্থনৈতিক নৃবিজ্ঞান, ঐতিহাসিক নৃবিজ্ঞান এবং বায়োলজিকাল প্রক্রিয়ার মাধ্যমে মানুষের যে সংস্কৃতি তৈরি হয় সেই জায়গায় অবদান রাখেন।

তার উল্লেখযোগ্য কিছু প্রকাশনা:

  • Social Stratification in Polynesia. Monographs of the American Ethnological Society, 29. Seattle: University of Washington Press, 1958
  • Evolution and Culture, edited with Elman R Service. Ann Arbor: University of Michigan Press, 1960
  • Moala: Culture and Nature on a Fijian Island. Ann Arbor: University of Michigan Press, 1962.
  • Tribesman. Foundations of American Anthropology Series. Englewood Cliffs, N.J.: Prentice-Hall, 1968.
  • Stone Age Economics. New York: de Gruyter, 1972
  • The Use and Abuse of Biology: An Anthropological Critique of Sociobiology. Ann Arbor: University of Michigan Press, 1976
  • Culture and Practical Reason. Chicago: University of Chicago Press, 1976
  • Historical Metaphors and Mythical Realities: Structure in the Early History of the Sandwich Islands Kingdom. Ann Arbor: University of Michigan Press, 1981
  • Islands of History. Chicago: University of Chicago Press, 1985
  • Anahulu: The Anthropology of History in the Kingdom of Hawaii, with Patrick Vinton Kirch. Chicago: University of Chicago Press, 1992
  • How “Natives” Think: About Captain Cook, for Example. Chicago: University of Chicago Press, 1995
  • Culture in Practice: Selected Essays. New York: Zone Books, 2000
  • Waiting for Foucault, Still. Chicago: Prickly Paradigm Press, 2002
  • Apologies to Thucydides: Understanding History as Culture and Vice Versa. Chicago: University of Chicago Press, 2004.
  • The Western Illusion of Human Nature. Chicago: Prickly Paradigm Press, 2008
  • What Kinship Is–and Is Not. Chicago: University of Chicago Press, 2012
  • Confucius Institute: Academic Malware. Chicago: Prickly Paradigm Press, 2015
  • On Kings, with David Graeber, HAU, 2017

লেখার উৎস:

https://amp.en.google-info.org/310583/1/marshall-sahlins.html

https://en.wikipedia.org/wiki/Marshall_Sahlins

Blumberg, N. and Ferry, Ellen (2020, December 23). Marshall Sahlins. Encyclopedia Britannica. https://www.britannica.com/biography/Marshall-Sahlins

Barnard, Alan, and Jonathan Spencer. 2010. The Routledge encyclopedia of social and cultural anthropology. London: Routledge.

………………………..

খলিলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদ ও মো. রেদওয়ানুল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here