রয় র্যাপাপোর্ট (Roy A Rappaport) একজন প্রখ্যাত নৃবিজ্ঞানী। তিনি রিচ্যুয়াল অধ্যয়ন এবং বাস্তুসংস্থানিক নৃবিজ্ঞানে তাঁর অবদানের জন্য পরিচিত। তিনি আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে ১৯২৬ সালের ২৫ শে মার্চ জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৪৯ সালে তিনি কর্ণেল ইউনিভার্সিটি থেকে হোটেল ম্যানেজমেন্ট এর উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালে ৩৩ বছর বয়সে তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন গ্রাজুয়েশন সম্পন্ন করার জন্য।
১৯৬৫ সালে র্যাপাপোর্ট মিশিগান ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগে শিক্ষকতায় যোগ দেন। তার এক বছর পর, ১৯৬৬ সালে কলোম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ হতে ১৯৮০ সাল পর্যন্ত সেখানে বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি মিশিগান সোসাইটি অফ ফেলোস (The Michigan Society of Fellows) এর উর্ধ্বতন সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯১ সালে রয় র্যাপাপোর্ট মিশিগান ইউনিভার্সিটির স্টাডিজ অফ রিলিজিয়ন প্রোগ্রামের পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৮৭ হতে ১৯৮৯ সাল পর্যন্ত আমেরিকান অ্যান্থ্রোপলজিকাল এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
৬০ এর দশকে রয় র্যাপাপোর্ট পাপুয়া নিউগিনির Tsembaga Maring জনগোষ্ঠীর উপর একটি মাঠকর্ম করেন। এই মাঠকর্মের বিষয়বস্তু ছিল মেরিং সমাজের সংস্কৃতি ও রিচ্যুয়াল বা ধর্মীয় আচার-আচরণের পরিবেশগত ভিত্তি। এই গবেষণার উপর ভিত্তি করে ১৯৬৮ সালে তার এথনোগ্রাফি Pigs for the Ancestors: Ritual in the Ecology of a New Guinea People প্রকাশিত হয়।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থানের সময় তিনি মারভিন হারিসের (Marvin Harris) সাংস্কৃতিক বস্তুবাদ (Cultural Ecology); হ্যারল্ড কনক্লিনের নৃতত্ত্ব; কনরাড আরেনসবার্গের রাজনৈতিক নৃতত্ত্ব; অ্যান্ড্রু ভাইদার, ফ্রেড্রিক বার্থ এবং হ্যারল্ড কনক্লিনের নৃতাত্ত্বিক বাস্তুবিদ্যা, এবং মর্টন ফ্রাই উপস্থাপিত লেসলি হোয়াইটের সাধারণ বিবর্তন তত্ত্বের বিরোধিতা করেন। তিনি আর্সেনবার্গ ও হোয়াইট এর তত্ত্বের উপর ভিত্তি করে জেনারেল সিস্টেমস এর ধারনা প্রদান করেন। তিনি কনকলিন, ভাইদা এবং বার্থ এর নৃবিজ্ঞান এবং বাস্তুশাস্ত্রকে রূপান্তরিত করে অভিযোজিত Ecology, Meaning, and Religion কাঠামোর তার নিজস্ব “প্রজ্ঞায়িত” এবং “অপারেশনাল” পরিবেশের ধারণাগুলি প্রবর্তন করেছিলেন।
রিচ্যুয়াল বা ধর্মীয় আচার-আচরণ ও ধর্ম নিয়ে বছরের পর বছর ধরে পড়াশোনা, পরিবেশগত বিষয়গুলিতে আগ্রহের উপর ভিত্তি করে তার পরবর্তী বই Ritual and Religion in the Making of Humanity তার মৃত্যুর পর ১৯৯৯ সালে প্রকাশিত হয়।
তাঁর “Risk and the Human Environment” প্রবন্ধে তিনি মানব পরিবেশের ঝুঁকি নিয়ে পরীক্ষা করছেন।তিনি অর্থনৈতিক, সামাজিক এবং শারীরিক বৈশিষ্ট্যগুলির মতো পরিবর্তনশীল দিকগুলোর উপর জোর দিয়েছিলেন, যা অবশ্যই আমলে নেওয়া প্রয়োজন বলে অনেকে মত দেন। তিনি হাইপোথিটিক্যাল অয়েল স্পিলের একটি উদাহরণ সরবরাহ করেন যাতে মেরিং জনগোষ্ঠীর জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় । সাদা জেলেরা এই স্পিলটিকে একটি অর্থনৈতিক ক্ষতি হিসাবে বিবেচনা করতে পারে; তবে, একটি স্থানীয় আমেরিকান জনগোষ্ঠীর জন্য এই ক্ষয়-ক্ষতি তাদের জীবনযাত্রার জন্য অনেক বেশি বিধ্বংসী হবে। তিনি তাঁর কাজের মাধ্যমে মানব পরিবেশের প্রকৃতিগুলি আরও অনুসন্ধান করার উপর বিশেষভাবে জোর দেন এবং যুক্তি প্রদান করেন যে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে তা সাধারণীকরণ করা যাবে না।
রয় র্যাপাপোর্ট ১৯৯৭ সালের ৯ অক্টোবর মিশিগানের অ্যান অ্যারবরে মৃত্যুবরণ করেন।
তাঁর বিখ্যাত বই সমূহ:
- Ritual and Religion in the Making of Humanity (1999)
- Pigs for the Ancestors: Ritual in the Ecology of a New Guinea (1968)
- Ecology, Meaning, and Religion (1979)
References:
https://en.m.wikipedia.org/wiki/Roy_Rappaport
https://www.encyclopedia.com/environment/encyclopedias-almanacs-transcripts-and-maps/rappaport-roy
Roy Rappaport, 71, Expert on Religion and Society – The New York Times
……………………..
মাসরুবা রাহমান অদ্রি
শিক্ষার্থী (অনার্স)
নৃবিজ্ঞান বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়