Print Friendly, PDF & Email

এডওয়ার্ড সাপির

এডওয়ার্ড সাপির ২৬ জানুয়ারী ১৮৮৪ সালে জার্মানির পোমেরানিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আমেরিকার ভাষাতাত্ত্বিক নৃবিজ্ঞানী। তিনি ফ্রান্জ বোয়াস দ্বারা প্রভাবিত হয়ে ন্যাটিভ আমেরিকানদের ভাষা নিয়ে কাজ করেন। ফ্রান্জ বোয়াসের অধিনে তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। ভাষা নিয়ে তার যে অবদান তা পূর্ণতা পায় হোরফ্ এর কাজের মাধ্যমে। ৪ ফেব্রুয়ারী ১৯৩৯ সালে তিনি মারা যান।

বেঞ্জামিন লি. উরফ

বেঞ্জামিন লি. উরফ ২৪ এপ্রিল ১৮৯৭ সালে আমেরিকার ম্যাসাচুয়েটস এ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আমেরিকার ভাষাতত্ত্ববিদ এবং আগুন নির্বাপন প্রকৌশলী। তিনি হাম্বল্ট, সাপির, আইনেস্টাইন, বার্নার্ড রাসেল প্রমূখ দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি ২৬ জুলাই ১৯৪৩ সালে মারা যান।

সাপির- উরফ হাইপোথিসিসের মূল কথা

স্যাপির- উরফ হাইপোথিসিস হলো একটি তত্ত্ব। যেখানে বলা হয় ভাষা ব্যাক্তির চিন্তা, কাজকে নিয়ন্ত্রন করে। প্রত্যেক সমাজের মানুষ তার ভাষার মাধ্যমে বাস্তব জগতকে রূপায়ন করে। ব্যাক্তি ভাষার কাঠামোর বাহিরে চিন্তা করতে পারে না।

এই হাইপোথিসিসের দুটি ভার্সন রয়েছে-

  • The strong version says that language determines thought and that linguistic categories limit and determine cognitive categories.
  • The weak version says that linguistic categories and usage only influence thought and decisions.

 Strong version হাইপোথিসিস এ বলা হয়েছে, সকল মানুষের কাজ এবং তাদের চিন্তা-ভাবনা ভাষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। Weak version হাইপোথিসিস এ বলা হয়েছে, ভাষা শুধুমাত্র ব্যাক্তির চিন্তা-ভাবনা, আচরনে কিছুটা আকার দিতে পারে। স্যাপির- উরফ হাইপোথিসিসের এই ভার্সনটি বেশি জনপ্রিয়।

মানুষ প্রথিবীতে শুধুমাত্র একটি সত্ত্বা হিসেবে ভাষার মাধ্যম ছাড়া তার সামাজিক কার্যক্রম, বোঝাপড়া, অনুভ‚তি ইত্যাদি প্রকাশ করতে পারেনা। সমাজের একজন সদস্য হিসেবে তাঁর নিজস্ব একটি ভাষা থাকা জরুরী। ভাষা ছাড়া কোন বিষয়ের প্রতিরূপ দিয়ে কল্পনা করা বিভ্রমের বিষয়। সুনির্দিষ্ট কোন বিষয়ে সমাধান করতে হলে অবশ্যই ভাষা একটি প্রাসঙ্গিক বিষয়। মূল বিষয়বস্তু হলো যে, অবচেতনভাবেই আমাদের বাস্তব জগতকে আমরা ভাষার আকারের বাহিরে চিন্তা করতে পারি না। দুটি ভাষা একই সাথো কোন একটি বিষয়কে চিন্তার জগতে একইরকম ভাবে উপস্থাপন করে না। প্রথিবীতে বিভিন্ন সমাজের মানুষ তাঁর ভাষা অনুযায়ী তাদের বাস্তব জগতকে কল্পনা করে।  আমরা ভাষার মাধ্যমে যা দেখি, যা শুনি এবং যে অভিজ্ঞতা অর্জন করি তার আলোকেই সমাজকে ব্যাখ্যা করে থাকি। (সাপির-১৯৫৮:৬৯)

Available https://en.wikipedia.org/wiki/Linguistic_relativity

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here