Print Friendly, PDF & Email

ডানিয়েল মিলার-এর Tales from Facebook (২০১০) বইটি সম্পর্কে কিছু কথা…

ডানিয়েল মিলার-এর Tales from Facebook (২০১০) বইটি ফেইসবুক-এর উপর করা একটি এথনোগ্রাফিক কাজ। তিনি ত্রিনিদাদ-এর অভিবাসিরা যেভাবে ফেইসবুক চর্চা/ব্যবহার করে- তার উপর গুরুত্ব দেন। ফেইসবুককে কেন্দ্র করে ত্রিনিদাদবাসীদের সাংস্কৃতিক চর্চার উপর দৃষ্টি দেন তিনি। গবেষণা মাঠ হিসেবে ত্রিনিদাদকে বেছে নেয়ার কারণ হিসেবে তিনি বলেন, অপশ্চিমা সমাজে এটি কীভাবে ব্যবহৃত হচ্ছে ও এর প্রভাব দেখতে আগ্রহী। মিলার তার এক সাক্ষাৎকারে এ কথা জানান। এছাড়া তিনি ফেইসবুক ব্যবহারের বৈচিত্র্যতা অনুসন্ধান করতে চান। মিলারের বইয়ের মূল যুক্তি হলো- মানুষ সর্বদাই সামাজিক নেটওয়ার্কের জালে আবদ্ধ।

মিলার তার বইতে দেখান, বিশ্বস্থতা, আত্মীয়তা, বন্ধুত্ব ও সম্পর্কের মতো বিষয়গুলো ফেইসবুক পরিসরে এসে পুনর্গঠিত হচ্ছে, পুনঃরুপায়িত হচ্ছে। তিনি এজন্য ফেইসবুককে ইতিবাচকভাবে দেখতে আগ্রহী। মিলারের মতে, নিকট সামাজিক সম্পর্ক রক্ষায় ফেইসবুক একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করছে।

মিলার বলেন, সামাজিক বিজ্ঞানীরা মনে করতেন প্রায় একশ বছর পর সামাজিক নেটওয়ার্ক ও কমিউনিটি ধ্বংস হবে। কিন্তু হঠাৎ করে ফেইসবুক-এর উদ্ভাবন আমাদের সামাজিক সম্পর্ককে বহুগুণে বর্ধিত করেছে। এর মাধ্যমে সামাজিক সম্পর্ক ক্ষয়ে/ধ্বংসের যে ভবিষ্যতবাণী সামাজিক বিজ্ঞান করেছিল সেটিকেও চ্যালেঞ্জ জানায় ফেইসবুক।

মিলার তার বইতে ১২ জন ফেইসবুক ব্যবহারকারীর গল্প তুলে ধরেছেন। এই ১২ জন ভিন্ন ভিন্ন কারণে বা উদ্দেশ্যে ফেইসবুক ব্যবহার করে। ফেইসবুক ব্যবহারের মাধ্যমে সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করে তারা। যদিও এখানে ১২ হলো- সত্যিকারার্থে একটি ত্রিনিদিয়ান জাতীয় ডিশ এর ফ্যানপেজ। যেটিকে আবার ডাবলসও বলা হয়। এই ১২ জনের গল্প তুলে ধরার মধ্য দিয়ে লেখক মূলত ত্রিনিদাদবাসীর সংস্কৃতিকেই উপস্থাপন করেছেন।

মিলার তার বইয়ের প্রথম পোর্টেট এর শিরোনাম দেন ‘‘Marriage Dun Mash Up” । এখানে তিনি ফেইসবুক কীভাবে একজন তথ্যদাতার বিয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে তা তুলে ধরেন। অন্যদিকে, মারভিন ব্যবসার উদ্দেশ্যে ফেইসবুক ব্যবহার করলেও তার স্ত্রী অন্য মেয়ের সাথে চ্যাট করতে দেখে এবং এ নিয়ে তাদের সংসারে টানাপোড়েনের সৃষ্টি হয়। এলানার কাছে ফেইসবুক হলো সবার বা কমিউনিটির সাথে যোগাযোগ রক্ষার একটি টুল/মাধ্যম। ড. কারামাথ একজন অত্যন্ত ব্যস্ত মানুষ। তিনি শহরে থাকেন। ফেইসবুক ব্যবহার করেন সামাজিক যোগাযোগের জন্য। এর মাধ্যমে তিনি তার সম্প্রদায়ের মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দিক নির্দেশনাও দিয়ে থাকেন। অন্যান্য গল্পগুলোর থিমসমূহ হলো-সততা, কলাবোরেশন, প্রাইভেসে ও যৌন বিষয়াদি নিয়ে।

বইয়ের দ্বিতীয় অংশে মিলার ফেইসবুক-এর নৃবৈজ্ঞানিক অধ্যয়ন কীভাবে হতে পারে তার উপর আলোকপাত করেছেন। এর শিরোনাম ‘‘The Anthropology of Facebook” । তিনটি প্রবন্ধের মাধ্যমে তিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। প্রথমত; তিনি ফেইসবুককে স্থানীয় ত্রিনিদিয়ান প্রযুক্তি বলে আখ্যা দিয়েছেন। এই প্রথম প্রবন্ধে মিলার ফেইসবুককে মেলানেশীয় সমাজ কাঠামোর আলোকে দেখেছেন । দ্বিতীয় প্রবন্ধের নাম ‘‘Fifteen Theses on What Facebook Might Be” । এখানে তিনি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ফেইসবুকের ভূমিকার উপর ফোকাস করেছেন। এর পাশাপাশি সামষ্টিক পরিচিতিকে ফেইসবুক কীভাবে আকার ও পুন:আকার দান করছে সেটিও তুরে ধরেছেন এই প্রবন্ধে। সবশেষের প্রবন্ধে মিলার কুলা চক্র অধ্যয়নে ধ্রুপদী নৃবিজ্ঞানের ব্যাখ্যা ব্যবহার করে ফেইসবুক সংক্রান্ত একটি তত্ত্ব প্রদান করতে চেয়েছেন। মিলার এক্ষেত্রে ধ্রুপদী নৃবিজ্ঞানের মূল্য, উপহার ও প্রত্যক্ষীকরণ এর ধারণার ব্যবহার করেন।

Shaka McGlotten বলেন, কেন ফেইসবুক বর্তমান সময়ে প্রয়োজন/ম্যাটার- তা বুঝতে প্রথম দু’টি প্রবন্ধ তাৎপর্যপূর্ণ। আর এজন্য আরো গভীর অধ্যয়ন প্রয়োজন। তবে, শেষের প্রবন্ধটি ধ্রুপদী নৃবিজ্ঞানীদের ন্যায়-যা নিয়ে বিতর্ক করা যেতে পারে। মিলার পুরো বই জুড়ে নিজ অভিজ্ঞতার বয়ান বলে গেছেন। সত্যিকার তথ্যদাতা ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার বিশ্লষণ কমই উঠে এসেছে তার আলোচনায়। এছাড়া তিনি কোন ইমেজ বা ফেইসবুক ব্যবহার করছে এমন কোন ছবিও (গবেষণাকালীন) যুক্ত করেননি তার বইতে।তার মতে, মিলারের বইটি ফেইসবুক অধ্যয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মিডিয়া ও প্রযুক্তি নৃবৈজ্ঞানিক অধ্যয়নে পথ বাতলে দেবে।

আমি মনে করি, মিলার অন্যতম একটি বিষয় এড়িয়ে গেছেন তার এই এথনোগ্রাফিতে। এর সাথে যুক্ত ক্ষমতা সম্পর্ক বা ব্যবহারকারীদের ক্ষমতাহীনতার বিষয়টি উঠে আসেনি। তিনি ফেইসবকের প্রাইভেসি বিতর্ক নিয়েও কোন আলোচনা করেননি, যেটি আমরা অরোরার কাজে দেখতে পাই। মিলারের বইয়ের সমালোচনা থাকলেও উদীয়মান অনলাইন সামাজিক নেটওয়ার্কের উপর করা তার এই এথনোগ্রাফিটি ভবিষ্যৎ গবেষকদের পথ বাতলে দেবে নিঃসন্দেহে।

লিখেছেন: খলীলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here