জন ফার্গুসন ম্যাকলেন্নান এর জীবনবৃত্তান্ত
(John Ferguson McLennan) জন ফার্গুসন ম্যাকলেন্নান ছিলেন একজন ব্রিটিশ সামাজিক বিবর্তনবাদী, যার তদন্ত এবং পদ্ধতি নৃবিজ্ঞানীদের কাছে আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ম্যাকলেন্নান ১৪ ই অক্টোবর, ১৮২৭ সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবী হওয়ার কারণে তিনি নৃতাত্ত্বিক বিষয়গুলিতে অনেক কিছু লিখেছিলেন এবং "আদিম বিবাহ" (Primitive marriage) এর ক্ষেত্রে তাঁর অবদান আজও অতুলনীয়। তিনি একাধারে একজন স্কটিশ অ্যাডভোকেট, সামাজিক নৃবিজ্ঞানী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ব্রিটিশ ক্লাসিকাল বিবর্তনবাদী স্কুলে (British Classical Evolutionary School) তার অবদান রয়েছে। তিনি ...