আমেরিকান নৃবিজ্ঞানী লেসলি এ. হোয়াইট ১৯০০ সালে কলোরাডোতে ( Colorado) জন্মগ্রহণ করেন।তিনি মূলত 'সাংস্কৃতিক বিবর্তন' এবং 'সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যয়নে'র (Culturology)জন্য সুপরিচিত ছিলেন। আমেরিকান এই নৃবিজ্ঞানীর নৃবিজ্ঞানে আসার পথটা এত সরল ছিল না। বহুপথ ঘুরে তাঁকে নৃবিজ্ঞানে আসতে হয়েছে। লেসলি হোয়াইট লুইসিয়ানায় যখন হাইস্কুলে ভর্তি হন তখন তাঁর ইচ্ছা ছিল তিনি পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানে পড়াশোনা করবেন এবং এই বিষয়গুলোর উপরেই শিক্ষকতা করবেন । কিন্তু সেটা...
আমাদের লেখকদের কাজ এবং জীবনধারা উন্নত করতে সাহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর এর একটি বড় অংশই হলো যারা কর্মজীবনে গবেষক হিসেবে কেবল যাত্রা শুরু করেছে, তাদের জন্য পরামর্শ প্রদান করা- যা তাদের সাহায্য করবে বলে আমরা মনে করি। একাডেমিয়াতে যারা কর্মজীবন শুরু করেছে, এই বিষয়টি তাদের জন্যও গুরুত্বপূর্ণ। গবেষণা ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়টি সামগ্রিক চিত্রকে সাজাতে সাহায্য করে এবং তরুণ শিক্ষাবিদদেরকে সামনে কি হতে...
© 2025 AnthroBD.